লিবিয়া থেকে পাচার হওয়া বেশ কিছু পুরাকীর্তি সেদেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে উল্লেখযোগ্য হল— পাথরের সমাধিস্তম্ভ, কলস এবং মাটির পাত্র। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

লিবিয়ার কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৩১ মার্চ) জানিয়েছে, তারা এ ধরনের নয়টি প্রাচীন নিদর্শন ফেরত পেয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল পাথরের সমাধিস্তম্ভ, কলস এবং মাটির পাত্র। সবগুলো শিল্পকর্মই লিবিয়ায় অবৈধভাবে খনন করে যুক্তরাষ্ট্রে পাচার করা হয়েছিলো। পরবর্তীতে নিউইয়র্কের ম্যানহ্যাটন জেলা অ্যাটর্নির অফিসের প্রত্নতত্ত্ববিদরা সেগুলা শনাক্ত করে ত্রিপলিতে ফেরত পাঠায়।
লিবিয়া সরকারের পুরাকীর্তি বিভাগের প্রধান মুহাম্মদ ফারাজ মুহাম্মদ সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘এগুলো জাদুঘর থেকে চুরি হয়নি বলে আমাদের কাছে এ সংক্রান্ত কোনো নথিপত্র নেই। কিন্তু যেহেতু এগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, তাই এগুলো ফেরত পাওয়ার প্রক্রিয়া সহজ ছিল।’

নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চারটি পাথরের সমাধিস্তম্ভ। এগুলো সব এখন ত্রিপোলি প্রাসাদের জাদুঘরে সংরক্ষিত রয়েছে, যা ২০১১ সালের আরব বসন্তের পর থেকে জনসাধারণের জন্য বন্ধ আছে।

উল্লেখ্য, ২০১১ সালে আরব বসন্তের মধ্য দিয়ে সংঘাতের শুরু হয় লিবিয়াতে। ন্যাটো সমর্থিত বাহিনী লিবিয়ার দীর্ঘসময়ের নেতা মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করে। এরপর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে। সে সময় অনেক জাদুঘরে লুটপাট হয় এবং প্রত্নতাত্ত্বিক এলাকাগুলো থেকে মাটি খুঁড়ে অনেক পুরাকীর্তি পাচার হয়েছিল।

সূত্র: রয়টার্স/ডি-ডাব্লিউ নিউজ