ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝনদীতে আটকা পড়েছে চার ফেরি।

অন্যদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় বেশকিছু যানবাহন নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে। ফলে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, পদ্মা নদীতে ঘন কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যায়। নৌ-দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এসময় মাঝনদীতে ৪টি ফেরি আটকা আছে। কুয়াশা তীব্রতা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।