শিক্ষাক্রম নিয়ে এত কথা বলা হচ্ছে, যার অধিকাংশই মিথ্যাচার। যেখানে ভুল আছে, সেখানে অবশ্যই সংশোধন করেছি এবং করবো। যেখানে ভুল চিহ্নিত হবে, সেখানে শুদ্ধ করা হবে। কিন্তু যেসব অপপ্রচার চলছে, সেগুলো উদ্দেশ্যমূলক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিস প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকারের কোন ইস্যু না পেয়ে একটি গোষ্ঠী পাঠ্যক্রম নিয়ে মিথ্যাচার এবং অপপ্রচার চালাচ্ছে। শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন হয়েছে এবং শিক্ষার্থীরা একটি আনন্দময় শিক্ষা পাচ্ছে। সেগুলো এড়িয়ে শুধু গুজব রটাচ্ছে তারা’।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।