সরকারের বিরুদ্ধে আর কিছু খুঁজে না পেয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠ্যবই নিয়ে স্বাধীনতা-বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ শনিবার দুপুরে চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের দশম সমাবর্তন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বলা হচ্ছে, আমাদের নতুন বইয়ে ইসলাম ধর্মবিরোধী বিষয় আছে। এটি সত্য নয়। তিন বছর আগের ভারতের পশ্চিমবঙ্গের একটি বইয়ের ছবি দিয়ে একটা অপশক্তি আছে যারা এ অপপ্রচার চালাচ্ছে।

পাঠ্যবইয়ে ভুলের বিষয়ে তিনি বলেন, যারা বইয়ের ভুল শনাক্ত করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। নবম-দশম শ্রেণির বইয়ে কিছু ভুল শনাক্ত হয়েছে। সেগুলো সংশোধন এবং পাঠ্য বইয়ের কোনো বিষয়ে অস্বস্তি থাকলে সেটা বিবেচনা করা হবে।

কাগজ সংকটের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, গত বছর কাগজ শিল্প বিরাট একটা সংকটের সম্মুখীন হয়েছে। কাগজের একটা বড় সংকট ছিল। ডলার পরিস্থিতির কারণে আমরা আমদানির দিকেও যেতে পারিনি। এর পরেও বছরের প্রথম দিনে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৮০ শতাংশ বই পৌঁছে দিতে পেরেছি। বাকি বইগুলো এ মাসের মধ্যেই আমরা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিবো।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ৪শ ৮৬ জন শিক্ষার্থীকে স্নাতক সম্মাননা দেয়া হয়।