পানামাকে এক রকম উড়িয়ে দিয়েই কোপা আমেরিকার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দারুণ ফর্মে থাকা কলম্বিয়া। অ্যারিজোনার ইউনিভার্সিটি অব ফনিক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে হারায় কলম্বিয়া।
অষ্টম মিনিটে গোল উৎসবের সূচনা করেন ইয়ান কর্দোবা। এরপর একে একে স্কোর বোর্ডে নাম লেখান হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ, রিচার্ডি রিওস ও মিগুয়েল বোর্হা। দুটি গোল আসে স্পটকিক থেকে। গত দুই বছর কোন আন্তর্জাতিক ম্যাচে হারেনি কলম্বিয়া। টানা ২৭ ম্যাচ অপরাজিত থেকে সেমিফাইনালে ব্রাজিল অথবা উরুগুয়ের মুখোমুখি হবে দলটি।
রোববার ভোরে স্টেটফার্ম স্টেডিয়ামে অষ্টম মিনিটে ইয়ান কর্দোবা গোল উৎসবের সূচনা করেন। এরপর একে একে হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ, রিচার্ডি রিওস এবং মিগুয়েল বোর্হা বাকি গোলগুলো করেন।
ম্যাচের ১৫তম মিনিটে পেনাল্টি থেকে রদ্রিগেজ নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
দুই গোলে পিছিয়ে পড়ে এরপর একের পর এক আক্রমণ করে পানামা। কিন্তু সাফল্যের দেখা পায়নি। এলোমেলো শটে সুযোগ নষ্ট করেছে তারা।
এরই মধ্যে প্রথমার্ধের শেষদিকে আরও এক গোল করে কলম্বিয়া। এই গোলেও অবদান রদ্রিগেজের। সেট পিস থেকে বল বানিয়ে দেন তিনি লুইস দিয়াজকে। দিয়াজ বক্সের বাইরে থেকে জোরালো এক শটে ৩-০ করেন।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও পানামা ভুরি ভুরি সুযোগ মিস করে। কলম্বিয়া সুযোগ তৈরি করেই দারুণভাবে কাজে লাগায় আবারও। ৭০ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে দারুণ এক গোল করে ব্যবধান ৪-০ করে ফেলেন রিচার্ড রিউস।
চার গোল হজম করার পরও কলম্বিয়ার বক্সে আক্রমণ চালিয়েছে পানামা। কিন্তু বারবার তারা ভুগেছে ফিনিশিংয়ের ব্যর্থতায়। ইনজুরি টাইমে এসে আরও এক গোল হজম করে তারা।
এক গোল ও দুই অ্যাসিস্টে ম্যাচসেরা হামেস রদ্রিগেজ। এই নিয়ে এবারের আসরে তার অ্যাসিস্ট মোট ৫টি। এবারের কোপার ৪ ম্যাচেই ম্যাচসেরা হয়েছে তিনি।