সারাদিনে বাড়ির কম-বেশি পানির কাজ করতে হয়। শুধুই যে বাড়ির কাজ করার সময় পানি ঘাঁটলে বা বাসন মাজলে বা কাপড় কাচলে হাতের চামড়া কুঁচকায়, এমনটা কিন্তু নয়। খুব বেশিক্ষণ ধরে গোসল করলে বা সুইমিং পুলে অনেকটা সময় কাটালেও হাত-পায়ের চামড়া কুঁচকে যায়।

শরীরের এক একটি অংশের গঠনশৈলী আলাদা। মুখের চামড়া অনেক পাতলা, সেই তুলনায় হাত এবং পায়ের তলার চামড়া অনেক পুরু। আর এই কারণেই পানির তলায় বহুক্ষণ থাকলে বা জল ঘাঁটলে হাত-পায়ের চামড়া সামান্য ফুলে যায়, তাপরেই চামড়া কুঁচকে যায়। তবে আপনি কি জানেন একটু পানি ঘাঁটার পরেই কেন আপনার হাতের বা পায়ের আঙুলের চামড়া কুঁচকে যায়।

চামড়ার ওপরে একটা তৈলাক্ত অংশ থাকে যাকে সিবাম বা সেবাম বলে। এটা শরীরে রেনকোটের মতো কাজ করে। তাই আমরা যখনই হাত দিয়ে কাজ করি, পানি নিজে থেকে হাত বা পা থেকে সরে যায়।

কিন্তু আমরা যখন দীর্ঘ সময় পানিতে হাত দিয়ে কাজ করি বা পানিতে থাকি, তখন সেই তেলের লেয়ার চামড়ার ওপর থেকে সরে যায়। তাতেই চামড়া সংকুচিত বা কুঞ্চিত হয়। তারপর যখন ফের হাত, পা পানির বাইরে কিছুক্ষণ রাখা হয়, তা আবার নিজের অবস্থায় ফিরে আসে।