পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন।
আজ বৃহস্পতিবার (৭ই সপ্টেম্বর) সকালে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি ফার্মের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রিফাত আল সিফাত (২১) পাবনার সুজানগর উপজেলার জুনা রামচন্দ্রপুর এলাকার মোহাম্মদ কামরুজ্জামানের ছেলে। রুম্মান (২০) চাটমোহরের পাশ্বডাঙ্গার মহেলা এলাকার মজনু মাস্টারের ছেলে। সিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।
পাকশী হাইওয়ে থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশা করে ৩ জন ঈশ্বরদীর দিকে যাওয়ার সময় টেবুনিয়া কৃষি ফার্মের সামনে পৌঁছলে রাব্বি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এসময় আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।