খাগড়াছড়িতে মামুন হত্যা মামলার আসামি ও হত্যাকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির মূলহোতা মো. দিদারুল আলমসহ চারজনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের দামপাড়া এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
জানা গেছে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম খাগড়াছড়িতে মামুন হত্যা মামলার আসামি ও হত্যাকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির মূল হোতা। তার বিরুদ্ধে প্রায় ৪০টির মতো মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দিদারুল আলমের বিরুদ্ধে প্রায় ১৫টি মামলা হয়েছে।