প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে সম্পর্ক চুকিয়ে সৌদি আরবে পাড়ি দিলেন নেইমার। ব্রাজিল তারকার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সেরে ফেলেছে আল হিলাল। মঙ্গলবার দুটি ক্লাবই এই খবর নিশ্চিত করেছে নেইমার এখন থেকে তাদের খেলোয়াড়।

গত দশকে বিশ্ব ফুটবলের শীর্ষ তিন তারকা ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, ও নেইমার জুনিয়র। তিনজনই খেলতেন ইউরোপের লিগে। তবে ২০২২ সালের শেষ সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর ছয় মাস পর ইউরোপ অধ্যায় শেষ করেন লিওনেল মেসি। পিএসজি থেকে যোগ দেন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে। তাদের পথ ধরে গতকাল ইউরোপ ছেড়েছেন নেইমারও। এই তারকা যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে।

পিএসজির সাথে নানা টানাপোড়েনের জেরে নেইমার ছাড়তে চেয়েছিলেন ক্লাব। তার ইচ্ছে ছিল বার্সায় ফেরা। তবে সেটা সম্ভব হয়নি। ইউরোপের অন্য ক্লাবগুলোও উচ্চ দামে তাকে নিতে আগ্রহী হয়নি। একপ্রকার বাধ্য নাম লেখান আল হিলালে।

ক্লাবটির সাথে দুই বছরের চুক্তি হয়েছে তার। এই দুই বছরে বেতন হিসেবে নেইমার পাবেন ৩০০ মিলিয়ন ডলার। সাথে বোনাস আরও ১০০ মিলিয়ন। আর নেইমারকে বেচে পিএসজি পকেটে ভরেছে ১০০ মিলিয়ন ডলার।

নেইমার জানিয়েছেন, ২০২৫ সালে চুক্তি শেষে আবারও ইউরোপে ফিরতে চান তিনি। ২০২৬ সালের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইউরোপই তার প্রাধান্য। মূল টার্গেট তার বার্সায় ফেরা।