প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কাজ করছে। যোগাযোগ ব্যবস্থা যতবেশি উন্নত হবে দেশের সার্বিক উন্নয়ন ততই তরান্বিত হবে। আজ রোববার (চৌঠা সেপ্টেম্বর) পিরোজপুরের কচা নদীর উপর বঙ্গমাতা বেগম ফজিলাতুনেচ্ছা মুজিব সেতুর উদ্বোধন করে এসব বলেন তিনি। যে কোন সংকট পরিস্থিতিতে টিকে থাকার জন্য নিজেদের সাবলম্বী হয়ে গড়ে উঠার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তনের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পিরোজপুর জেলার বেকুটিয়ায় কচানদীর উপর ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণ করা হয়েছে। এর নাম দেয়া হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সেতু। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এই সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সেতু চালু হওয়ায় পিরোজপুর বরিশাল খুলনাসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াত সহজ হবে।
প্রধানমন্ত্রী বলেন, এই সেতু দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পিরোপুরে অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি পাবে, শিল্পায়ণ ঘটবে।
করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি নাজুক হয়ে পড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই পরিস্থিতি থেকে উত্তোরনের জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে।
দেশের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে সেদিকে দৃষ্টি দিতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।