ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ এক বিবৃতিতে এ অভিযোগকে ‘হাস্যকর’ বলে বর্ণনা করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে প্রেসিডেন্ট পুতিনের প্রাসাদে বুধবার ভোররাতের দিকে দুটি ড্রোন হামলার সময় ভূপাতিত করা হয় বলে দাবি করে রাশিয়া।
ক্রেমলিন একে ‘পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতা’ বলে উল্লেখ করে ইউক্রেন ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছিল। বলেছিল, প্রেসিডেন্ট পুতিনকে হত্যা করাই ছিল ওই হামলার উদ্দেশ্য। এরপর এই হামলার সাথে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করে তারা।
এ অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার বলেন, ‘রুশ প্রেসিডেন্টের বাসভবনে হামলার সঙ্গে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই। পেসকভ যে অভিযোগ এনেছেন, তার কোনও ভিত্তি নেই। আরও স্পষ্টভাবে যদি বলতে হয়, সেক্ষেত্রে আমি বলবো, পেসকভের অভিযোগ পুরোপুরি মিথ্যে।’
ওয়াশিংটন কখনও ইউক্রেনকে তার সীমান্তের বাইরে হামলা চালাতে উৎসাহ দেয়নি বলেও জানান কিরবি।
এদিকে, ক্রেমলিনে ড্রোন হামলার বেশ কয়েকটি ভিডিও সামনে এসেছে। সেগুলোর একটিতে দেখা যায়, গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের দিকে একটি ড্রোন উড়ে যাচ্ছে এবং পরক্ষণেই সেটির বিস্ফোরণে আগুন জ্বলতে দেখা যায়। তবে এই ভিডিও সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ।