রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক স্ত্রী লিউডমিলা ওচেরেটনায়া এবং কথিত বান্ধবী আলিনা কাবায়েভাসহ ১২ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। শুক্রবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানিয়েছে এএফপি।

যুক্তরাজ্য জানিয়েছে, প্রভাবশালী রাষ্ট্রীয় পদে থেকে দুর্নীতিগ্রস্ত সম্পদ লুকানো এবং পুতিনের সাথে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা পুতিনের বিলাসবহুল জীবনযাপনে সহায়তাকারী এবং তার অভ্যন্তরীণ পরিচিত গণ্ডির নেটওয়ার্ককে উন্মোচিত করছি এবং লক্ষ্যবস্তু বানাচ্ছি। ইউক্রেন জয় না হওয়া পর্যন্ত আমরা পুতিনের আগ্রাসনে সহায়তাকারী এবং সমর্থনকারী সবার উপর নিষেধাজ্ঞা দিতে থাকব।’

পুতিনের স্ত্রী বলে গণ্য হলেও তার সঙ্গে বিচ্ছেদ হয়েছে লুদমিলা ওচেরেতনায়ার। কিন্তু তারপরও দুজনের ঘনিষ্ঠতা রয়েছে। এ জন্য আর্থিক ও বস্তুগত সুবিধা পান লুদমিলা।

রুশ প্রধানের বান্ধবীর এলিনা কাভায়েভা একজন আইনপ্রণেতা (এমপি) ছিলেন। তিনি রাশিয়ার ন্যাশনাল মিডিয়া গ্রুপের পরিচালনা পর্ষদের প্রধানও। ন্যাশনাল মিডিয়া গ্রুপ হলো রাশিয়ার সর্ববৃহৎ বেসরকারি মালিকানাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান।

সূত্র: বিবিসি