বিএনপি পুরনো গাড়ির মত বসে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিএনপি দলটাকে টিকিয়ে রাখার জন্য গতানুগতিক কিছু কর্মসূচি পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
আজ শনিবার (২০শে এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে ১৪তম আর্ন্তজাতিক এসএমই ওমেন এক্সপো উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতিদিন কয়েক হাজার অপরাধী বিভিন্ন অপরাধে গ্রেফতার হয়। বিএনপি গ্রেফতারের যে হিসেব দিচ্ছে তাতে বাংলাদেশের সব অপরাধী বিএনপির কর্মী বলে মনে হচ্ছে।
তিনি বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা দেওয়া হয় না। তাদের বিরুদ্ধে মামলাগুলো গাড়ি পোড়ানো, পুলিশ এবং জনগণের ওপর হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের। এই সমস্ত মামলায় তারা গ্রেপ্তার হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলী, সভাপতি নিশাত ইমরানসহ আরও অনেকে।
এবার ৩৫০টি স্টল ও ১৫টি প্যাভিলিয়ন স্থান পেয়েছে। মেলায় ইরান, ভারত, চীন, থাইল্যান্ড, পাকিস্তানের উদ্যোক্তারা অংশগ্রহণ করছে।