বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সমাবেশ চলাকালে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ দলীয় নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

সোমবার সন্ধ্যা ৬ টা থেকে থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত তাদের অবরুদ্ধ করে রাখে। বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে ব্যত্যয় ঘটানো হয়েছে। সমাবেশ শেষে নেতাকর্মীরা বের হতে চাইলে ১০ থেকে ২০ জনকে আটক করে। একই সাথে বিএনপির কার্যালয়ের চারপাশে পুলিশ ঘিরে রাখার কারণে আতঙ্কিত হয়ে পড়ে নেতাকর্মীরা।

তবে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখার অভিযোগের পর কোনো রকম পুলিশি বাধা ছাড়াই কার্যালয় থেকে বের হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। সোমবার ( ২২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে তিনি কার্যালয় থেকে বের হয়ে চলে যান।

এর আগে বিকেল ৪টা থেকে পুলিশ নেতাকর্মীদের দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন বলে সন্ধ্যায় দাবি করেছিলেন এই বিএনপি নেতা। তবে বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে আসছে পুলিশ।

বিএনপি নেতাকর্মীরা জানান, বিকেলে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করানোর দাবিতে সমাবেশ ছিল। বিকেল ৪টার দিকে পুলিশ কার্যালয়ের আশপাশ ঘেরাও করে। তখন গেট দিয়ে বের হলেই আটক করে।

এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় সংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তিনি বের হয়ে যাওয়ার পর কার্যালয়ের আশপাশের দেয়াল টপকে ও বিভিন্ন পথে অন্যান্য নেতাকর্মীরা বের হয়েছেন বলে জানা গেছে। তবে এখনো কার্যালয়ের ভেতরে কেউ আছেন কিনা তা জানা যায়নি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেদ আহমেদ বলেন , এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।