বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে কর্মরত ১২ কর্মকর্তা, পুলিশ সুপার পদে কর্মরত ১০ কর্মকর্তা ও উপ-পুলিশ কমিশনার পদে কর্মরত এক কর্মকর্তাকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে বদলির আদেশ দেয়া হয়েছে। আজ বুধবার (২১শে আগস্ট) পৃথক দু’টি প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান শেখ।
ঢাকা রেঞ্জর ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হকএবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনাকে বদলি করে রাজশাহীর সারদায় অবস্থতি বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।
সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানকে ঢাকা রেলওয়ে পুলিশে সংযুক্ত করার আদেশ দেয়া হয়েছে। অন্যদিকে, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানকে নৌ পুলিশ, ঢাকায় সংযুক্ত করা হয়েছে।
এদিকে, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. ইলিয়াছ শরীফকে ঢাকায় এন্টি-টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেনকে ঢাকার ট্যুরিস্ট পুলিশ বিভাগে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশ সিএমপিতে ডিআইজি পদমর্যাদায় পুলিশ কমিশনার হিসেবে কর্মরত মো. সাইফুল ইসলামে সারদার পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছে। রাজশাহী মহানগরী পুলিশ-এ ডিআইজি পদমর্যাদায় পুলিশ কমিশনার হিসেবে কর্মরত বিপ্লব বিজয় তালুকদারকে ঢাকায় টিএন্ড আইএম বিভাগে বদলি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশে ডিআইজি পদমর্যাদায় পুলিশ কমিশনার হিসেবে কর্মরত মো. জাকির হোসেন খানকে ঢাকাস্থ পিবিআই-তে বদলি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটান পুলিশে ডিআইজি পদমর্যাদায় পুলিশ কমিশনার হিসেবে কর্মরত মো. মাহবুব আলমকে রেলওয়ে পুলিশে সংযুক্ত করা হয়েছে এবং বরিশাল মহানগর পুলিশে ডিআইজি পদমর্যাদায় পুলিশ কমিশনার হিসেবে কর্মরত জনাব জিহাদুল কবীরকে ঢাকায় পিবিআই-তে বদলি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশে উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে থাকা মো. আজবাহার আলী শেখকে রাজশাহী ডিআইজি কার্যালয়ে সংযু্ক্ত করা হয়েছে।
একইভাবে বদলি করা হয়েচে চট্টগ্রাম, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, বাগেরহাট, মাগুরা, নাটোর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ ও পটুয়াখালীর পুলিশ সুপারকে।