নেত্রকোনার কলমাকান্দায় পূজায় অঞ্জলি দিতে গিয়ে নৌকা ডুবে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। তারা দুজনই শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (১১ অক্টোবর) সকালে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের হরিনধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হরিণধরা গ্রামের বিপ্লব তালুকদারের ছেলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অমিত তালুকদার (৭), অপরজন একই গ্রামের সঞ্জয় তালুকদারের মেয়ে ঋতু তালুকদার (১৭)। নিহতরা সম্পর্কে ফুফু-ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে হরিণধরা মাস্টার বাড়ি পূজামণ্ডপে একই পরিবারের ছয়জন দুর্গাপূজায় অঞ্জলি দেওয়ার জন্য ছোট একটি নৌকায় বের হন। বাড়ির পেছনে কালীবাড়ি খাল পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা চারজন সাঁতরে তীরে উঠলেও ঋতু ও অমিত পানিতে ডুবে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের স্বজন স্বপন তালুকদার জানান, ঋতু তালুকদার সাঁতার জানতো। কিন্তু ভাইপো অমিত তালুকদারকে বাঁচাতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কলমাকান্দা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম গণমাধ্যমকে বলেন, পূজা দেখতে যাওয়ার পথে নৌকা ডুবে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।