নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল শেখ হাসিনা সরনী’তে দুই প্রাইভেটকার এর মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ৪ জন। আজ (মঙ্গলবার) সকাল ১০টায় সড়কের সুলফিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়ায় গেছে। তিনি হলেন রাজধানীর সেগুর বাগিচা এলাকা ব্যবসায়ী নুরুল ইসলাম। নিহত বাকি ৩ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতরা হলো, নিহত নুরুল ইসলামের ছেলে পাপ্পু, চালক শুক্কুর আলী, আরেক প্রাইভেকারের চালক মিলনসহ ৩ জন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন জানান, সকালে পূর্বাচল এক্সপ্রেসওয়ের ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান পথচারীরা। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তিনজনকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় সেখানে পাঁচজন চিকিৎসা নিচ্ছেন বলে জানতে পেরেছি।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে গুরুতর আহত দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজনকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। অপরজন জরুরি বিভাগে চিকিৎসাধীন। তার অবস্থাও গুরুতর।
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, হতাহতদের হাসপাতালে আনেন পথচারীরা। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে একজনের মৃত্যু হয়েছে।