অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভিয়েনতিয়েনের নিউ লাওস ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুই অর্ধে প্রতিপক্ষের জালে সমান ৪টি করে গোল দিয়েছেন আফঈদারা। ম্যাচে বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা।

এছাড়া একটি করে গোল করেছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরণ খাতুন, মুনকি আক্তার এবং মোসাম্মত সাগরিকা। আগামী রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার।

ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে শুরুতে কিছুটা চাপ সামলাতে হয় বাংলাদেশকে। ম্যাচের প্রথম ১৫ মিনিট আক্রমণ তৈরি করতে পারেনি তারা, তবে ২০ মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে হেড দিয়ে প্রথম গোল করেন শিখা।

৩৩ মিনিটে শান্তি মার্ডির নেওয়া কর্নার থেকে আগত বলে অলিম্পিক গোল করেন তিনি নিজে। তিন মিনিট পর আবারো কর্নার থেকে হেড গোল করেন নবীরণ খাতুন। প্রথমার্ধের যোগ সময়ে মোসাম্মত সাগরিকার বাড়ানো বল আলতো শটে জালে জড়িয়ে গোল করেন তৃষ্ণা রানী, যা স্কোর ৪-০ করেন।

বিরতির পর পূর্ব তিমুরের আক্রমণ ঠেকাতে ব্যস্ত থাকতে হয় বাংলাদেশকে। ৫৭ মিনিটে গোলমুখের জটলা থেকে প্রথম শট আটকানো গেলেও রিবাউন্ডে তৃষ্ণা রানী তার হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এবং দলের পঞ্চম গোলটি করেন।

৭৩ মিনিটে সাগরিকা বল কেড়ে নিয়ে গোলকিপারকে পার করে স্কোর ৬-০ করেন। ৮২ মিনিটে ডান দিক থেকে সাগরিকার বাড়ানো বল জালে ঠেলে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। ম্যাচের শেষের দিকে মুনকি আক্তার এক গোল উপহার দেন, যা বাংলাদেশের অষ্টম গোল হিসেবে লিপিবদ্ধ হয়।

গত মাসে মিয়ানমারে এশিয়ান বাছাইয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। লাওসে চলমান অনূর্ধ্ব-২০ বাছাই পর্বেও সফল হলে দল ইতিহাস গড়বে।

‘এইচ’ গ্রুপে বাংলাদেশের অবস্থান শীর্ষস্থানে থাকলেই মূল পর্বের টিকিট নিশ্চিত হবে, দ্বিতীয় হলেও আশার দরজা খোলা থাকবে। আটটি গ্রুপের সেরা দল এবং সেরা তিনটি রানার্সআপ দল আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান কাপের মূল পর্বে অংশ নেবে।

পরপর দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা বাংলাদেশ দল এই সুযোগ ভালোভাবেই ধরে রেখেছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া তাদের প্রথম ম্যাচে পূর্ণ তিমুরকে ৯-০ গোলে পরাজিত করেছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় দক্ষিণ কোরিয়া লড়বে স্বাগতিক লাওসের বিরুদ্ধে, যারা বাংলাদেশ থেকে ৩-১ গোলে হারিয়েছে।