যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ডের জেসোতে ৮২তম এয়ারবর্ন ডিভিশনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও উপস্থিত ছিলেন।

সিএনএনের উলফ ব্লিজার রিপোর্ট করেছেন, প্রেসিডেন্ট বাইডেনের সাক্ষাৎ পাওয়া শুধু যুক্তরাষ্ট্র্রের বিমানবাহিনীর সদস্যদের জন্য বড় বিষয় নয়, এটা প্রেসিডেন্ট বাইডেনের জন্যও বড় বিষয়। কারণ, ন্যাটো ইউরোপে উপস্থিতি শক্তিশালী করছে এটা তার একটি বার্তা।

এর আগে গতকাল প্রেসিডেন্ট বাইডেন ব্রাসেলসে জরুরি ন্যাটো সম্মেলনে যোগ দেন। সেখানে ন্যাটো দেশের প্রধানরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে পূর্ব ইউরোপের চারটি দেশে ৪০ হাজার ন্যাটো সেনা মোতায়েন অনুমোদন করা হয়। এছাড়া ইউক্রেনে প্রতিরক্ষা সহায়তা বাড়ানোরও সিদ্ধান্ত হয়।

সূত্র: সিএনএন