জনগণের সরকার ক্ষমতায় না থাকায় দেশের স্বার্থ রক্ষা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, দেশের অভিন্ন নদী ও প্রকৃতি বাঁচাতে হলে নির্বাচিত শক্তিশালী সরকার দরকার।

আজ শুক্রবার (৫ই মে) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত জলবায়ু বিষয়ক সেমিনারে তারা এসব কথা বলেন।

এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার উন্নয়নের কথা বললেও নদী ও প্রকৃতি রক্ষার কোন উদ্যোগই নেয়নি।

মির্জা ফখরুল বলেন, পরিবেশের পরিবর্তনের কারণে আজ সারাবিশ্বের মানুষ হুমকির মধ্যে পড়েছে। এর পরিণতিতে এই পৃথিবী টিকে থাকবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। আমরা যেহেতু আদার ব্যাপারী জাহাজের খবর রাখার দরকার নেই। বাংলাদেশের মানুষ বেচেঁ থাকবে কি থাকবে না, সুষ্ঠু-সুন্দরভাবে এখানে বাঁচতে পারবো কিনা সেটাই আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

 

সরকার প্রতিনিয়ত উন্নয়নের ঢাক-ঢোল বাজায় বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, কিন্তু নদীকে পরিশুদ্ধ করার জন্য, সঠিকভাবে প্রবাহিত করার সুযোগের জন্য তাদের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত আমার চোখে পড়েনি।