পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার (৯১)। সোমবার (চৌঠা জুলাই) পশ্চিমবঙ্গের এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যায় দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন প্রবীণ এই পরিচালক। গত ১৪ই জুন তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। রবিবার ভেন্টিলেশনে নেয়া হয়। পরে সোমবার সকাল ১১টা ১৭ মিনিটে মৃত্যুবরণ করেন প্রবীণ এই পরিচালক।
১৯৩১ সালের ৮ই জানুয়ারি বাংলাদেশের বগুড়ায় জন্ম তরুণের। বাবা বীরেন্দ্রনাথ মজুমদার ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তরুণ মজুমদারের পড়াশোনা কলকাতাতেই। ১৯৫৯ সালে প্রথম সিনেমা পরিচালনায় আসেন তিনি, উত্তম কুমার-সুচিত্রা অভিনীত ‘চাওয়া পাওয়া’ ছবিটি দিয়ে। তখন তাঁর বয়স ২৮ বছর।
পলাতক (১৯৬৩), নিমন্ত্রণ (১৯৭১), সংসার সীমান্তে (১৯৭৫) এবং গণদেবতা (১৯৭৮) তার আলোচিত ছবি। ১৯৬২ সালে ‘কাচের স্বর্গ’ ছবির জন্য প্রথম জাতীয় পুরস্কার পান তরুণ মজুমদার। মোট চারটি জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক পদ্মশ্রী সম্মানে ভূষিত হন ১৯৯০ সালে।