ইসরায়েলে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে ইসরায়েলের ভূখণ্ডে আরও বড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরান বলেছে, ইসরায়েলি সামরিক পদক্ষেপকে সমর্থন করা উচিত নয় যুক্তরাষ্ট্রের।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রোববার এক বিবৃতিতে বলেছেন, যদি ইহুদিবাদী শাসক (ইসরায়েল) বা তার সমর্থকরা বেপরোয়া আচরণ প্রদর্শন করে, তাহলে তারা আরও ব্যাপক এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেখতে পাবে।
তিনি বলেন, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইসরাইলের ভূখণ্ডে আরও বড় আক্রমণ চালানো হবে। সে ক্ষেত্রে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে।
রবিবার (১৪ই এপ্রিল) এক বিবৃতিতে প্রেসিডেন্ট রাইসি বলেছেন, ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। যদি ইসরাইল বা তার মিত্ররা বেপরোয়া আচরণ প্রদর্শন করে, তাহলে অনেক শক্তিশালী প্রতিক্রিয়া পাবে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস- আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইসরাইলে চালানো প্রতিশোধমূলক হামলা ইরানের প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে।
তিনি বলেন, ‘ইরানের স্বার্থ, কর্মকর্তা বা নাগরিকদের উপর ইসরাইলি হামলার প্রতিশোধ নেবে তেহরান। যখনই ইসরাইল ইরানের স্বার্থে আক্রমণ করবে… আমরা ইরান থেকে আক্রমণ করব।’