ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করার বিষয়টিকে ‘অবন্ধুসুলভ আচরণ’ বলে বর্ণনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া তিনি জোর দিয়ে বলেছেন, ঢাকা তার (শেখ হাসিনার) প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত উভয় দেশের (বাংলাদেশ-ভারত) অস্বস্তি রোধ করতে তাকে অবশ্যই নীরব থাকা উচিত।

আজ বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) পিটিআই এর বরাত দিয়ে সাক্ষাৎকারটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।

শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ দিয়ে ড. ইউনূস বলেন, বাংলাদেশ তাকে না চাওয়া পর্যন্ত তার চুপ থাকা উচিত। তার রাজনৈতিক বক্তব্য দেয়া ঠিক নয়।

তিনি বলেন, “হাসিনা ভারতে অবস্থান করছেন এবং মাঝে মাঝে কথা বলছেন। যা সমস্যা সৃষ্টি করছে। তিনি চুপ থাকলে আমরা বিষয়টি ভুলে যেতাম। মানুষও ভুলে যেত। কারণ তিনি তাঁর নিজস্ব জগতে থাকতেন। কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন এবং নির্দেশ দিচ্ছেন। এটা কেউই পছন্দ করে না।”

প্রধান উপদেষ্টা আরো বলেন, আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তাকে চুপ থাকতে হবে। তাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে অপ-প্রচার চালাচ্ছেন। তিনি সাধারণভাবে ভারতে জাননি। তিনি জনগণের আন্দোলন ও জনরোষের পরে দেশ ছেড়ে গেছেন।

সাক্ষাৎকারে ভারত সরকারের প্রতি ড. ইউনূস বলেন, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের সবাই ইসলামিস্ট এবং তাকে ছাড়া এই দেশে স্থিতিশীলতা সম্ভব নয় – ভারতের উচিত এই ভ্রান্ত ধারণা থেকে ভারতের সরে যাওয়া উচিত।