ছেলেদের পর এবার বাংলাদেশের মেয়েরাও অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকির চূড়ান্ত পর্বে উঠেছেন। ইন্দোনেশিয়াকে আজ ১০–১ গোলে উড়িয়ে এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছেন মেয়েরা। দলের হয়ে অর্পিতা পাল করেছেন হ্যাটট্রিক। আইরিন রিয়া, কনা আক্তার করেছেন দুটি করে গোল।

বাংলাদেশ এক ম্যাচ বাকি থাকতেই ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এই ম্যাচে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন অর্পিতা পাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে বাংলাদেশে এগিয়ে যায় ২-০ গোলে। দ্বিতীয় কোয়ার্টারেও প্রতিপক্ষ দলকে চাপে রাখে অর্পিতা-কনারা।

ম্যাচের ২৭ ও ৩০ মিনিটে অর্পিতা ও কনার গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৪-০ গোলে। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ লিড নেয় ৬-১ ব্যাবধানে। চতুর্থ কোয়ার্টারে নিজের হ্যাট্রিকপূর্ণ করেন অর্পিতা। আর দল জয় পায় ১০-১ গোলের বড় ব্যাবধানে।