চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ রোববার (১৫ই মে) শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচ সামনে রেখে ম্যাচের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার সকালে অনুশীলন করেছে স্বাগতিক দল। করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে চট্টগ্রামে প্রথম টেস্টে খেলবেন দলের নির্ভরযোগ্য ক্রিকেটার সাকিব আল হাসান।

ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিবের খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন অধিনায়ক মুমিনুল হক। সাম্প্রতিক ব্যর্থতা ভুলে এই টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল। পিচের চরিত্র অনুযায়ী একাদশ সাজানো হবে বলেও জানান অধিনায়ক।

এদিকে, দুপুরে অনুশীলন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দলও। তাদেরও লক্ষ্য জয় পাওয়া। টেস্ট ক্রিকেটে দু’দলের পরিসংখ্যানে ২২ বারের মোকাবেলায় শ্রীলঙ্কা জিতেছে ১৭ বার। আর বাংলাদেশ জিতেছে মাত্র একটি টেস্টে। বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে। সকাল ১০টায় শুরু হবে খেলাটি।