প্রথম ধাপে দেড়শ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। স্ব স্ব উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেয়া হচ্ছে প্রতীক বরাদ্দ। প্রতীক পেয়েই অনেক প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন। আগামী ৮ই মে এসব উপজেলায় ভোট হবে। যৌথ বহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে নির্বাচন হবে দেশের ১৪৮ উপজেলায়। তাদের মাঝে মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেয়া হয়। সকাল থেকে স্ব স্ব রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রার্থীরা প্রতীক বুঝে নেন।
প্রতীক পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন প্রার্থীরা। প্রথম ধাপের ১৪৮ উপজেলার মধ্যে ২২ উপজেলায় ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে; বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।