হজের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজিকে নিয়ে দেশে এসে পৌঁছেছে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। শুক্রবার (২১ জুন) সকাল ৬টার দিকে বিমানটি ঢাকায় পৌঁছায়।
এ সময় বিমানবন্দরে হাজিদের স্বাগত জানাতে স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান, বিমানের এমডিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানের এমডি জানান, ফিরতি হজ ফ্লাইট ভোগান্তিহীন করতে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে সরকারি হজযাত্রীর কোটা ছিল ৪ হাজার ৫৬২ ও বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫।
বেবিচক চেয়ারম্যান বলেন, হাজিদের যাওয়া-আসার পথে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পেরেছেন। তৃতীয় টার্মিনাল চালু হলে, হজ ব্যবস্থাপনা আরও সুচারুভাবে হবে।
৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৮টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৭টি। এসব ফ্লাইটে সর্বমোট ৮৫ হাজার ২২৫ হজযাত্রী সৌদি আরবে যান।