সাজাপà§à¦°à¦¾à¦ªà§à¦¤ অনà§à¦¯ আসামিদের তà§à¦²à¦¨à¦¾à§Ÿ বিà¦à¦¨à¦ªà¦¿ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশি সà§à¦¯à§‹à¦—-সà§à¦¬à¦¿à¦§à¦¾ পাচà§à¦›à§‡à¦¨ বলে জানিয়েছেন আইনমনà§à¦¤à§à¦°à§€ আনিসà§à¦² হক। পà§à¦°à¦§à¦¾à¦¨à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ শেখ হাসিনা দয়া করে তাকে à¦à¦‡ সà§à¦¯à§‹à¦—-সà§à¦¬à¦¿à¦§à¦¾ দিয়েছেন বলে মনà§à¦¤à§à¦°à§€ জানান।
মঙà§à¦—লবার জাতীয় সংসদে পাসের জনà§à¦¯ উতà§à¦¥à¦¾à¦ªà¦¿à¦¤ ‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ বাছাই কমিটিতে পাঠানোর পà§à¦°à¦¸à§à¦¤à¦¾à¦¬à§‡à¦° ওপর আলোচনাকালে তিনি ঠকথা বলেন।
à¦à¦° আগে বিলটি বাছাই কমিটিতে পাঠানোর পà§à¦°à¦¸à§à¦¤à¦¾à¦¬à§‡à¦° ওপর আলোচনা করে বিà¦à¦¨à¦ªà¦¿à¦° রà§à¦®à¦¿à¦¨ ফারহানা খালেদা জিয়ার শারীরিক অবসà§à¦¥à¦¾ বিবেচনা করে ‘আইনগতà¦à¦¾à¦¬à§‡â€™ তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার সà§à¦¯à§‹à¦— দেওয়ার দাবি করেন। দণà§à¦¡à¦¬à¦¿à¦§à¦¿à¦° ৪০১ ধারা মতে à¦à¦‡ সà§à¦¯à§‹à¦— দেওয়ার à¦à¦–তিয়ার সরকারের রয়েছে বলেও তিনি উলà§à¦²à§‡à¦– করেন।
জবাবে আইনমননà§à¦¤à§à¦°à§€ বলেন, ‘আমি কখনও বলিনি ৪০১ ধারা মতে উনাকে বিদেশ যেতে দেওয়ার সà§à¦¯à§‹à¦— নেই। কিনà§à¦¤à§ উনি বরà§à¦¤à¦®à¦¾à¦¨à§‡ সাজা সà§à¦¥à¦—িতপূরà§à¦¬à¦• বাসায় আছেন, সেটা ৪০১ ধারার à¦à¦¿à¦¤à§à¦¤à¦¿à¦¤à§‡à¦‡à¥¤ উনারা যে আবেদনটি করেছিলেন, সেটা ৪০১ ধারার আলোকেই নিষà§à¦ªà¦¤à§à¦¤à¦¿ হয়েছে। আর à¦à¦•à¦Ÿà¦¿ আবেদন যে ধারার অধীনে নিষà§à¦ªà¦¤à§à¦¤à¦¿ হয়েছে, à¦à¦•à¦‡ ধারায় বিষয়টি পà§à¦¨à¦¬à¦¿à¦¬à§‡à¦šà¦¨à¦¾à¦° কোনও সà§à¦¯à§‹à¦— নেই।’
আইন সবার জনà§à¦¯ সমান উলà§à¦²à§‡à¦– করে মনà§à¦¤à§à¦°à§€ বলেন, ‘à¦à¦•à¦œà¦¨ সাজাপà§à¦°à¦¾à¦ªà§à¦¤ আসামি যেসব সà§à¦¯à§‹à¦—সà§à¦¬à¦¿à¦§à¦¾ à¦à§‹à¦— করেন। উনি (খালেদা জিয়া) তার চেয়ে বেশি সà§à¦¯à§‡à¦¾à¦—সà§à¦¬à¦¿à¦§à¦¾ পাচà§à¦›à§‡à¦¨à¥¤ আর à¦à¦Ÿà¦¾ পাচà§à¦›à§‡à¦¨ পà§à¦°à¦§à¦¾à¦¨à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ শেখ হাসিনার মানবিক কারণে। সাজা সà§à¦¥à¦—িত রেখে মà§à¦•à§à¦¤à¦¿à¦° শরà§à¦¤à§‡ তার বাসায় অবসà§à¦¥à¦¾à¦¨ করা à¦à¦¬à¦‚ বাসায় থেকে চিকিৎসা নেওয়ার কথা থাকলেও উনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। সà§à¦¸à§à¦¥ হয়ে বাসায় ফিরছেন। আমরা কোনও বাধা দেইনি।’
তিনি বলেন, ‘পà§à¦°à¦§à¦¾à¦¨à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ শেখ হাসিনা মানবিকতা দেখালেও তারা কিনà§à¦¤à§ সেটা করেননি। ২০০৪ সালের ২১ আগসà§à¦Ÿ তারা পà§à¦°à¦§à¦¾à¦¨à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€à¦•à§‡ হতà§à¦¯à¦¾ করতে চেয়েছিল। à¦à¦‡ হতà§à¦¯à¦¾ মামলার পà§à¦°à¦§à¦¾à¦¨ আসামি তার (খালেদা জিয়ার) ছেলে তারেক জিয়া। তারপরও তাকে দয়া করা হয়েছে।’