দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস এডিটর মো. নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেসসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই পদে নিয়োজিত থাকা অবস্থায় তিনি সচিব পদমর্যাদায় ৭৮ হাজার টাকা নির্ধারিত মাসিক বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদিসহ ভোগ করবেন।

গত ১০ মার্চ প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম হেলাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পর থেকেই পদটি শূন্য রয়েছে।