প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ইমরুল কায়েস যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে সততা, দক্ষতা আর মেধায় আলোচিত নাম ইহসানুল করিম হেলাল। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর সদস্য ছিলেন। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং ঢাকায় বিবিসি বাংলা বিভাগে কাজ করেছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেসসচিব ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিবের দায়িত্ব পালন করেছেন আস্থার সাথে। বিনয়ী এই সাংবাদিক পেশাজীবীদের কাছেও ছিলেন শ্রদ্ধার পাত্র।
বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলালের সাংবাদিকতা জীবন ৫ দশকেরও বেশি। ইহসানুল করিমের জন্ম ১৯৫১ সালের ৫ জানুয়াারি কুষ্টিয়ায়। তরুণ বয়সে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। তিনি ছিলেন মুজিববাহিনীর পশ্চিম রনাঙ্গনের যোদ্ধা।
১৯৬৫ সালে মেট্রিক পাস করেন ইহসানুল করিম। ১৯৭০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে øাতক ডিগ্রি অর্জন করেন। স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করেন। স্বাধীনতার পরের বছর সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। সরকারি সংবাদ সংস্থা বাসসের স্টাফ রিপোর্টার হিসেবে তার পথ চলা শুরু। তিনি বিবিসি, ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই, ভারতের দ্যা স্ট্যাটমেন্ট ও ইন্ডিয়া টুডে পত্রিকার বাংলাদেশ সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। তিনি দেশে-বিদেশে বহু জাতীয় ও আন্তর্জাতিক ঘটনার সংবাদ সংগ্রহ করেছেন।
১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি নয়াদিল্লীতে বাসসের ব্যুরো প্রধান ছিলেন। পরে ৪বছর বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন শেষে ২০১৩ সালে অবসরে যান ইহসানুল করিম। একই বছর তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পান। দুই বছর এই দায়িত্ব পালনের পর ২০১৫ সালের ১৫ই জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পান। সেই থেকে অত্যন্ত নির্মোহ জীবনের শেষ দিন পর্যন্ত টানা ৯ বছর প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেন ইহসানুল করিম। দেশের আরেক খ্যাতিমান সাংবাদিক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদের প্রেস সেক্রেটারি জাওয়াদুল করিম তার চাচা।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন ইহসানুল করিম হেলাল। ১৯৬৭ সালে তিনি কুষ্টিয়া সদর মহকুমা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ৬৯ এর গণঅভ্যুত্থানে তরুণ ছাত্রনেতা হিসেবে ছাত্রদের সংগঠিত করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।