আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন একটি মহল বিশেষ মতলবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিকৃত করেছে।

তিনি বলেন সবশেষ তত্ত্বাবধায়ক সরকারের সময় যেমন শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র হয়েছিলো তেমনি, এখনো গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচিত সরকারকে উৎখাত করতে দেশী বিদেশী চক্রান্ত হচ্ছে।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন আন্দোলনকারীদের একটি অংশ জনভোগান্তি সৃষ্টি করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে শিক্ষার্থীদের উস্কানি দিচ্ছে। গুজব ছড়িয়ে দেশে গণ অভ্যুত্থানের দিবা স্বপ্ন দেখছে তারা।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আন্দোলন নিয়ে আওয়ামী লীগ ধৈর্য্য ধরেছে, এর অর্থ দুর্বলতা নয়। সময়মতো যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এর মন্তব্য নিয়ে ওবায়দুল কাদের বলেন বাংলাদেশ সম্পর্কে তিনি যা বলেছেন এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। অন্য দেশের গণতন্ত্র নিয়ে মন্তব্য করার আগে নিজেদের চেহারা আয়নায় দেখে দিতে পারেন।

এসময় তিনি আরও বলেন বিগত সময়ে সড়ক ও কোটা আন্দোলনে ভর করে বিএনপি আন্দোলনের ফসল তুলতে চেয়েছিলো। তারা রাজনীতিতে অগ্নিসন্ত্রাস দেশের রাজনীতিতে এনেছে। তবে সবকিছুতেই তারা ব্যর্থ হয়। এখনকার কোটা সংস্কার আন্দোলনেও নেতৃত্ব নিয়েছেন পলাতক আসামী তারেক রহমান, তার দল বিএনপি সমর্থন দিয়েছে। তারেক রহমান কোটা সংস্কার আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার চেষ্টা করছে।

ওবায়দুল কাদের বলেন এই আন্দোলনের একটা অংশ রাজাকারের আদর্শ লালন করে। এর পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত। তারেক রহমান এই আন্দোলনের নির্দেশনা দিচ্ছে। বিএনপি জামায়াতের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজে নাশকতা ও সহিংসতার দিকনির্দেশনা দিচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন কোটা আন্দোলনকারীরা নির্বিচারে ছাত্রলীগের উপর হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, হলে ভাংচুর করেছে, ছাত্রীদের চাপ প্রয়োগ করেছে আন্দোলনে যেতে। ছাত্রলীগের উপর দোষ চাপানো ফ্যাশনে পরিণত হয়েছে গণমাধ্যমের। ছাত্রলীগের ৫০০ জন আহত, এরমধ্যে ২০০ জন গুরুতর আহত। দুজন গুলিবিদ্ধ হয়েছে বলেও জানান তিনি।

জনসম্পৃক্ততা নেই এমন আন্দোলন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অবমাননা হচ্ছে সেই আন্দোলন আওয়ামী লীগ মোকাবেলা করবে, প্রতিহত করবে ও পরাজিত করা হবে। কোন প্রকার জনদুর্ভোগ মেনে নেয়া হবেনা বলে জানান তিনি। এসময় মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের আস্ফালনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে আহবান জানান তিনি।