প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের অর্জন অনেক বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (৭ই সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন।
তিনি জানান, এবার তিস্তা চুক্তি না হলেও কুশিয়ারা নদীর পানি বন্টনের সুরাহা হয়েছে। দেশের সমস্যা মোকাবেলায় বাংলাদেশের পক্ষ থেকে যা যা চাওয়া হয়েছে তাই ভারত সরকার দিয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা তিস্তার কথা বলতে ভুলে যাননি। যদিও পশ্চিমবঙ্গ থেকে কিছুটা আপত্তি আছে। আশা করি, সেটিও হয়ে যাবে।’
বিএনপি হতাশায় থাকে উলেলখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির না পাওয়ার হতাশা থাকলেও আমাদের নেই। ভারতের সঙ্গে আপনারা দেয়াল তুলেছেন, আর আমরা সেই দেয়াল ভেঙে দিয়েছি। কোনো দেশের ছিটমহল এতো শান্তিপূর্ণভাবে হয়নি। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। বন্ধুত্ব থাকলে যে সমস্যা সেগুলো সমাধান হবে।’
তিনি বলেন, নিজের দলে যাদের গণতন্ত্র নেই তারা কীভাবে দেশের গণতন্ত্র চায়।
বিএসআরএফ’র সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।