বিএনপি’র আন্দোলন দমাতে সরকারি দল পুরনো কায়দায় নিজেরাই সন্ত্রাস করে বিএনপি নেতা কর্মীদের নামে গায়েবি মামলা দেয়া শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (৯ই সেপ্টেম্বর) সকালে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, সরকার ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। সারাদেশে বাড়িবাড়ি গিয়ে তল্লাশি, অত্যাচার নির্যাতন চালাচ্ছে। জনগণ ও বিশ্ব জনমতকে ভুল বুঝিয়ে ক্ষমতা ধরে রাখতে স্টিমরোলার চালাচ্ছে তারা । তবে এবার আর পার পাবে না, জনগণের শক্তি দিয়ে ক্ষমতাসীনদের পরাজিত করা হবে।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে দৃশ্যমান কোনো অর্জন নেই। তিস্তা কিংবা সীমান্তে হত্যা বন্ধে কোনো সুরাহা করতে পারেনি।

এসময় বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, কিংবদন্তী রানী ছিলেন তিনি। গণতন্ত্রের যে বিকাশ, সুরক্ষা তার শাসনামলে নিশ্চিত হয়েছে।