প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে টেড কেনেডি জুনিয়র ও তার পরিবারের তিন সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

রোববার (৩০শে অক্টোবর) সকালে গণভবনে গিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ইহসানুল করিম জানান, টেড কেনেডি জুনিয়র, তাঁর ছেলে, মেয়ে ও স্ত্রীর সঙ্গে বৈঠককালে শেখ হাসিনা ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে কেনেডি সিনিয়রের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। কেনেডি সিনিয়রকে ‘বাংলাদেশের প্রকৃত বন্ধু’ বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী।

নিক্সন প্রশাসন পাকিস্তানের পক্ষে থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের সমর্থনে প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

কানেকটিকাট স্টেট সিনেটের সাবেক সদস্য টেড কেনেডি জুনিয়র ইউএস বাংলাদেশে সর্ম্পকের ৫০ তম বার্ষিকী উদযাপনে যোগ দিতে ২৯শে অক্টোবর সাতদিনের সফরে বাংলাদেশে এসেছেন।

বৈঠকে টেড কেনেডি জুনিয়র বলেন, তার পরিবার প্রতিবন্ধী ব্যক্তিদের ন্যায়বিচার এবং সমতা নিশ্চিত করতে কাজ করছে। তিনি ঢাকায় প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে এমন সংগঠনগুলোর সঙ্গে দেখা করবেন।

এসময় অ্যাম্বাসেডর এ্যাট লার্জ মোহাম্মাদ জিয়াউদ্দিন, মুখ্য সচিব আহমদ কায়কাউস এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।