জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২২শে সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বাংলাদেশের অগ্রগতিতে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ই সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২২শে সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে ভাষণ দেবেন শেখ হাসিনা। এটা হবে তার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ১৭তম ভাষণ।

বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে, বিগত বছরের মতো এবারো তিনি বাংলায় ভাষণ দেবেন। বঙ্গবন্ধু ১৯৭৪ সালে ইউএনজিএ-তে প্রথম বাংলায় ভাষণ দিয়েছিলেন।