প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আজ সকালে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলেইন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ  করেন যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত এই প্রতিমন্ত্রী। এই সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।

এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন ব্রিটিশ প্রতিমন্ত্রী।

দুই দিনের সফরে মঙ্গলবার (৭ মে) ঢাকায় আসেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তিনি বাংলাদেশ সফরে এসেছেন।