প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দফতরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে। বুধবার সকালে প্রধানমন্ত্রী সাথে গণভবনে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ (বুধবার) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে, সাক্ষাৎ করেন তিনি। এসময় রোহিঙ্গা ইস্যুসহ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তাঁরা। এর আগে সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলে। ঘণ্টাব্যাপী চলা বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়।

এর আগে গতকাল সন্ধ্যায় দু’দিনের সফরে ঢাকায় পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা। তার এই সফরের মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।