ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী দেশের জনগনের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার (৭ই সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন রিজভী।
তাঁর অভিযোগ, নতজানু পররাষ্ট্রনীতির কারণে দীর্ঘদিন ক্ষমতায় থেকেও তিস্তা নদীর পানি বন্টন সমস্যার সমাধান করতে পারেনি আওয়ামী লীগ সরকার। এসময় দেশব্যাপী চলা বিএনপি’র বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় ক্ষোভ জানান রিজভী।
রিজভী বলেন, আজকে কারও কোনো কথা বলার অধিকার নেই। যে অন্যায়গুলো হচ্ছে সেই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাদের প্রতি যে ব্যবহার করা হচ্ছে সেটা অত্যন্ত নির্মম। সভা-সমাবেশ করা চিরকালীন সার্বজনিন অধিকার। সেই অধিকারকে কী নিষ্ঠুরভাবে দমন করা হচ্ছে।
তিনি বলেন, আজকে প্রতিটি পণ্যের দাম বেড়েছে। যখন দাম বৃদ্ধি হয় তখন বিরোধী দলের দায়িত্ব রয়েছে তার প্রতিবাদ করা। কিন্তু যখন এর প্রতিবাদ করা হয়, তখনই তা দমনে নিষ্ঠুর অত্যাচার, নির্যাতন চালানো হয়।