একযুগ পর আজ বুধবার রংপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। এদিন রংপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বর্ণিল সাথে সেজেছে রংপুর নগরী। আওয়ামী লীগ নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে বিপুল উৎসাহ বিরাজ করছে।
সফরসূচি অনুযায়ী, রংপুরে সাড়ে ৩ ঘণ্টা অবস্থান করবেন প্রধানমন্ত্রী। তিনি বেলা সাড়ে ১২টায় তেজগাঁ বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রংপুরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার দুপুর ২টায় রংপুর ক্যান্টনমেন্ট হেলিপ্যাডে অবতরণ করবে। পরে ২টা ৫ মিনিটে ক্যান্টনমেন্ট হেলিপ্যাড থেকে সড়ক পথে রংপুর সার্কিট হাউজের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তিনি।
প্রধানমন্ত্রী ২টা ১৫ মিনিটে সার্কিট হাউজে পৌঁছে সার্কিট হাউজের মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ঠিক ৩টায় প্রধানমন্ত্রী রংপুর জিলা স্কুল মাঠের জনসভার উদ্দেশ্যে রওয়ানা দিবেন। বিকেল ৩টা ৫ মিনিটে জিলা স্কুল মাঠের জনসভায় উপস্থিত হবেন তিনি। পরে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি রংপুর বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
পরে বিকেল ৫টা ২০ মিনিটে জিলা স্কুল মাঠে জনসভায় বক্তব্য শেষে তিনি ক্যান্টনমেন্ট হেলিপ্যাডের উদ্দেশ্যে রওয়ানা দেবেন সড়ক পথে। পরে সেখান থেকে হেলিকপ্টার যোগে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি।
এই সমাবেশকে সামনে রেখে সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট বড় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। তারা এখন বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
রংপুরের উদ্দেশ্যে দুপুর ১২টায় হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা দেড়টায় রংপুর ক্যান্টনমেন্টের হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর বিভাগীয় কর্মকর্তাদের সাথে রংপুর সার্কিট হাউজে মতবিনিময় সভা করবেন।
এছাড়া, এখান থেকে রংপুরের উন্নয়নে ১২৪০ কোটি টাকা ব্যয়ে ২৭টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এআরও পাঁচটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।