অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হয়েছেন বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল ইসলাম। মঙ্গলবার রাতে (১৩ই আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার মেয়াদকালে অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন এ সাংবাদিক। আর সেজন্য সরকারের সচিবের পদমর্যাদা, মাসে ৭৮ হাজার টাকা বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রেস সচিব ছাড়াও উপ-প্রেস সচিব নিয়োগ দেয়া হয়েছে। অপূর্ব জাহাঙ্গীরকে প্রধান উপদেষ্টার উপ- প্রেস সচিব ও শাব্বীর আহমদকে সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব হতে ডাক পাওয়ার খবর সাংবাদিক শফিকুল ইসলাম নিজেই ফেসবুকে জানিয়েছিলেন। সেসময় তিনি লিখেছিলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমাকে অন্তর্বর্তী সরকারে তাঁর প্রেস সচিব হতে বলেছেন। তাঁকে এবং জাতির সেবা করতে পারার জন্য সম্মানিত বোধ করছি।