প্রবল তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া ও নেভাদা অঙ্গরাজ্য। বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার ঘরবাড়ি।

পাহাড়ী সিয়েরা নেভাদা অঞ্চলে তুষারঝড়টি আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিলো ঘন্টায় ৩০৫ কিলোমিটার। কোথাও কোথাও দুই ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে। আরও তুষারপাতের আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা।

নেভাদায় ৩৩ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি এলাকা।

ক্যালিফোর্নিয়ায় প্রায় ২৪ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মহাসড়কগুলোতে তুষার জমে ব্যাহত হচ্ছে যান চলাচল।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে জানিয়েছে, স্থানীয় সময় রোববার পর্যন্ত ৫ থেকে ১২ ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে।

আগামী কয়েকদিন প্রয়োজন ছাড়া ভ্রমণে না যাওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া বিভাগ। অতি তুষারপাতের পর বরফ সরাতে সময় লাগতে পারে। ফলে যাত্রীরা আটকা পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।