মারা গেছেন ভারতের মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী মনোহর জোশী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। শুক্রবার ভোরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন প্রবীন এই রাজনীতিবিদ।
আজ শিবাজি পার্ক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে পরিবার। এর আগে তার মরদেহ মাটুঙ্গায় নিজ বাড়িতে নেয়া হবে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য।
১৯৩৭ সালে মহারাষ্ট্রের মহাড়ে জন্ম হয়েছিল মনোহর জোশীর। মুম্বাইয়ের একটি কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন তিনি। পরে আরএসএস-এর সঙ্গে যুক্ত হয়েছিলেন মনোহরবাবু।
এরপরে শিবসেনার হাত ধরে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন তিনি। সাংগঠনিক দক্ষতার কারণে দ্রুত শিবসেনায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন মনোহরবাবু । ১৯৯৫ সালে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছিলেন। শিবসেনার থেকে প্রথম রাজনীতিবিদ হিসেবে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি।
১৯৯৫ সালের মার্চ থেকে ১৯৯৯ সালের জানুয়ারি পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত ছিলেন লোকসভার স্পিকার।