সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে সরকারের দেওয়া যেকোনো দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
তিনদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আজ শেষ দিন (বৃহস্পতিবার)। রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশনে ডিসিদের সাথে মতবিনিময় করেছেন সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের প্রতিনিধিরা। মতবিনিময় শেষে সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীদের বলেন, সিভিল প্রশাসনের সাথে সেনাবাহিনী সমন্বয় করে কাজ করতে চায়। বর্তমানে সেনাবাহিনী প্রশাসনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছে। জেলা প্রশাসকদের পক্ষ থেকেও সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসনের সাথে সেনাবাহিনী এক হয়ে কাজ করতে ইচ্ছুক বলে জানান তিনি। এসময় সেনা প্রধান বলেন, ‘আমাদের মধ্যে কালচারাল ডিফারেন্স থাকতে পারে। কিন্তু উদ্দেশ্য একই। কর্মপদ্ধতির সীমাবদ্ধতার কারণে অনেক সময় কিছু কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে। যত আমরা এগুলো দূর করতে পারব, আমাদের কাজের নিজের স্বকীয়তা বজায় রেখে আমরা তত পারফর্ম করতে পারব’।
তিনি বলেন, ‘কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি, সেগুলো আলোচনা করছি। কয়েকজন ডিসি এবং ডিভিশনাল কমিশনার স্পষ্টভাবে বলেছেন, সেনাবাহিনী কত ভালো কাজ করেছে এবং তারা কতটা খুশি। তখন আমি বলেছি, একথাটা আমি সেনাবাহিনীর সর্বস্তরে পৌঁছে দেব। এটা তাদের মনোবল বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে তাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। এসময় সেনাপ্রধান জানান, মিয়ানমার সীমান্ত নিয়ে ডিসি সম্মেলনে কোনো আলোচনা হয়নি’।