প্রশ্নপত্র ফাঁসের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার (১০ জুলাই) রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান।
এসময় কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তায় দুর্ভোগ তৈরি করে দাবি আদায় হবে না। আদালতের মাধ্যমে তা সমাধান করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রশ্ন ফাঁসকারীদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে আগেও কঠোর ছিলে আইন শৃঙ্খলাবাহিনী । আগামীতেও থাকবে।’
হাইকোর্টের কোটা পুনর্বহালের রায়ে এক মাসের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এ সিদ্ধান্তকে প্রত্যাখান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, ‘আমরা কোন ঝুলন্ত সিদ্ধান্ত মানছি না। আমাদের এক দফা দাবি সংসদে আইন পাস করে সরকরি চাকরির সকল গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম (সর্বোচ্চ ৫শতাংশ) কোটা রেখে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে।’