বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার নতুন গান ভেঙে দিল ইউটিউবের রেকর্ড। প্রাক্তন সঙ্গী জেরার্ড পিকেকে উদ্দেশ্য করা ‘আউট অফ ইউর লীগ’ শিরোনামের গানটি ইউটিউবের অতীতের সকল ল্যাটিন গানের রেকর্ড ভেঙে দিয়েছে। প্রকাশের একদিনেই ৬৩ মিলিয়নেরে বেশি ভিউ হয়েছে এটি। সব শ্রেণির মানুষের কাছে গানটি প্রশংসিত হয়েছে।

গত ২৪ ঘন্টায় লাতিন আমেরিকার সবচেয়ে বেশি ভিউ পেয়েছে এই গান। গানের মাধ্যমেই প্রাক্তন স্বামীকে একাধিক খোঁচা মেরেছেন কলম্বিয়ার এই গায়িকা। গানের একাধিক শব্দে রয়েছে কটাক্ষ। তবুও শ্রোতাদের মন কেড়ে নিয়েছে এই গান। গত বছরেই বিবাহ বিচ্ছেদ হয়েছে শাকিরা ও স্পেনের সাবেক ফুটবলার জেরার্ড পিকের। ১১ বছরের সম্পর্কের ইতি হয়েছিল গত বছরই।

শুধু এই গানটিই নয় এর আগে ‘মনোটোনিয়া’ নামক গানেও পিকের নাম না নিয়ে একাধিক সমালোচনা করেন এই গায়িকা। তবে ‘আউট অব ইওর লীগ’ গানটির জনপ্রিয়তা ইতিমধ্যেই তুঙ্গে পৌঁছেছে। দুই দিনে চার লাখের বেশি মন্তব্য করা হয়েছে গানটিতে।

এর আগে ২০১০ সালেও শাকিরার ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ ঝড় তুলেছিল বিশ্বে। তার এই গানে নেচে উঠেছিল সকলেই। এই গানের ভিডিও শুটের সময়ে প্রাক্তন স্বামীর সঙ্গে পরিচয় হয় শাকিরার। পিকে ও শাকিরার দুই সন্তানও রয়েছে। তবে বিচ্ছেদের পর এবার গানের মাধ্যমেই নিজের ক্ষোভ উগরে দিচ্ছেন এই গায়িকা।