মুন্সিগঞ্জ-১ আসনে বিকল্পধারা বাংলাদেশের (বিডিবি) প্রার্থী মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের শুনানি শেষে তার আপিল মঞ্জুর করে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

এ সময় মাহি বি চৌধুরী বলেন, এবারের বিএনপি নির্বাচনে এলে আরও বেশি উৎসবমুখর পরিবেশে ও কোয়ালিফায়েড নির্বাচনটা হতো।

তিনি বলেন, নির্বাচনপরবর্তী সময়ে বলা যাবে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হয়। নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন হয়, নির্বাচনি পরিবেশ ঠিক রাখা যাবে কিনা, নির্বাচন কমিশন কেমন কাজ করে, সব কিছু নির্ভর করছে এই নির্বাচনের ফলের ওপর। সরকার কীভাবে দেশ চালাবে, কতদিন চলবে এসব নির্ভর করছে নির্বাচন কেমন হচ্ছে।

তিনি আবারও জোর দিয়ে বলেন, বর্তমানে এমন কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন হবে না, আবার নির্বাচন হলে সরকার পড়ে যাবে সে রকমও পরিস্থিতিও দেখছি না।

৩ ডিসেম্বর মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিলের কারণ হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছিলেন মাহী বি চৌধুরী একটি প্রতিষ্ঠানের ঋণের জামিনদার ছিলেন। ওই  প্রতিষ্ঠান ঋণখেলাপি বলে বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য দেওয়া হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের (প্রার্থিতা বৈধ বা বাতিল) বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৫৬১টি আপিল হয়েছে। এর মধ্যে বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল হয়েছে অন্তত ৩০টি। কোনো কোনো আসনের প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধেও আপিল করেছেন। বাকি আপিলগুলো হয়েছে প্রার্থিতা ফিরে পেতে।

এবার ৩০০ সংসদীয় আসনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাইয়ে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল হয়।

আজ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশন আপিল শুনে সিদ্ধান্ত দেবে। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৭ই ডিসেম্বর পর্যন্ত।