কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ বিশ্বকাপের আগে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মেক্সিকোকে ২-১ গোলে হারালো সুইডেন। ম্যাচের প্রথমার্ধেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা, দৃষ্টিনন্দন কিছু শটে গোলপোস্ট ভেদ করতে অক্ষম হয় উভয়দল। প্রথমার্ধে গোলশূন্যভাবে মাঠ ছাড়ে উভয়েই।
বিরতি শেষে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে অপরপক্ষের জালে বল জড়ান সুইডেনের রোডেন। ১-০ তে এগিয়ে যায় সুইডেন।
৫৯ মিনিটে জবাবস্বরুপ গোল দিয়ে ম্যাক্সিকোকে সমতা এনে দেন ভেগা। তবে এই সাম্যাবস্থা স্থির হয়নি বেশি সময়, সোয়ানবার্গের দেরীর গোলে ব্যাবধান বাড়িয়ে শেষমেশ জয় তুলে নেয় সুইডেন। ২০১৮ বিশ্বকাপের পর প্রথমবার একে অপরের মুখোমুখি হল মেক্সিকো এবং সুইডেন।