বিশ্বকাপ মিশনে নামার আগে নিজেদের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ঘানা। আবু ধাবির মাঠে বৃহস্পতিবার (১৭ই নভেম্বর) রাতে এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বিশ্বকাপের আগে ঘানার প্রস্তুতিটা দারুণভাবে শুরু হলো। খেলার দ্বিতীয়ার্ধে দুই গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে বৈশ্বিক আসরের প্রস্তুতি সারল আফ্রিকার দেশটি। খেলার ৭০তম মিনিটে কর্নার থেকে বল সুইজারল্যান্ডের একজনের পায়ে লেগে ওপরে ওঠার পর হেডে ঘানাকে এগিয়ে নেন মোহামেদ সালিসু।

এর চার মিনিট পর বক্সে ঢুকে পড়া সুলেমানাকে সুইস গোলরক্ষক ইয়ান সমের রুখে দিলেও বল বিপদমুক্ত করতে পারেননি। অবশেষে ছয় গজ বক্সের মুখ থেকে জালে পাঠান আন্তোনি সেমেনিয়ো।

আগামী বৃহস্পতিবার দোহায় ‘এইচ’ গ্রুপে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ঘানা। একই দিন আল ওয়াকরায় ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে সুইজারল্যান্ড।