কাতার বিশ্বকাপ ফুটবলের পর আবারো জয় দিয়েই মাঠের খেলায় ফিরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঘরের মাঠ বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়েছে আলভিসিলেস্তেরা। দলকে প্রথমে এগিয়ে নেন থিয়াগো আলমাদা। শেষদিকে দারুণ এক ফ্রি কিক গোলে জয় নিশ্চিত করেন মেসি। একইসঙ্গে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে পূর্ণ করেন ৮০০ গোলের মাইলফলক। তার উপরে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর গোলসংখ্যা ৮৩০।
কাতার বিশ্বকাপের ফাইনালে খেলা শুরুর একাদশ নিয়েই আজ মাঠে নেমেছিল লিওনেল স্ক্যালোনির দল। যার ফলস্বরূপ ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে মেসি-ডি মারিয়ারা। তবে একচেটিয়া আক্রমণ করেও সুবিধা করতে পারেনি আলবিসেলেস্তেরা। প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে ১০টি শট নেয়া দলটির কেবল দুটি শট ছিল লক্ষ্যে।
বিরতির পর সময় পার হলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। সবশেষ ৭৮তম মিনিটে ডেডলক ভাঙতে সক্ষম হয় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসির বাঁকানো ফ্রি কিক পানামার পোস্টে লেগে ফিরলে লিয়ান্দ্রো পারেদেস ভলি করতে গিয়ে পারেননি। পাশেই দাঁড়ানো থিয়াগো আলমাদা বাঁ পায়ের শটে দলের হয়ে প্রথম গোল করেন।
এরপর নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে রেকর্ড গড়ার গোলটি করেন মেসি। এর আগে তার দুইটি ফ্রি কিক পোস্টে লেগে ফিরে এলেও, এবার আর ব্যর্থ হননি তিনি। দারুণ এক বাঁকানো শটে রক্ষণ দেয়ালের ওপর দিয়ে নিশানা খুঁজে নেন এলএমটেন। যার মধ্য দিয়েই জয়টাও নিশ্চিত হয়ে যায় আলবিসেলেস্তেদের।