দীর্ঘদিনের লুকোচুরির পর অবশেষে প্রেমিককে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। প্রেমিকের সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী।

সোনাক্ষীর সাথে ছবিতে দেখা গেছে অভিনেতা জাহির ইকবালকে। জাহির নিজেও ইনস্টাগ্রামে সম্পর্কের বিষয়টি জানিয়েছেন।

সোনাক্ষীর সঙ্গে ভিডিও এবং ছবি পোস্ট করে জাহির লেখেন, ‘আই লাভ ইউ’। এই ভিডিওর মাধ্যমে সোনাক্ষীকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন জাহির।

এর মাধ্যমেই সোনাক্ষী-জাহিরের প্রেমের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল।

এদিকে, কিছুদিন আগেই বাগদান সম্পন্ন হয়েছে এই জুটির। গুঞ্জন রয়েছে চলতি বছরেই নাকি জাহিরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন সোনাক্ষী।